শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৫ এপ্রিল ২০২৫ ২০ : ০৬Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: পয়লা বৈশাখ মানেই বাঙালির কাছে একটা আলাদা আবেগ। ময়দানের মানুষের জন্য এই দিনটির তাৎপর্য আলাদা। মিলেমিশে একাকার হয়ে যায় ঘটি-বাঙাল। চিরাচরিত প্রথা অনুযায়ী ময়দানের বিভিন্ন ক্লাবে আয়োজিত হল বারপুজো। নববর্ষে জমজমাট ময়দান। রীতি মেনে বার পুজো হল বিভিন্ন ক্লাবে। মোহনবাগান, ইস্টবেঙ্গলের পাশাপাশি ভবানীপুর ক্লাব, এরিয়ান, কাস্টমস, খিদিরপুর, সাদার্ন সমতি, এয়ারলাইন্স টেন্টে হয় বার পুজো। নববর্ষের দিন মিলে গেল ক্রিকেট এবং ফুটবল। প্রাক্তন এবং বর্তমান ফুটবলারদের পাশাপাশি ময়দানের একাধিক ক্লাবের বারপুজোয় সামিল হন সৌরভ গাঙ্গুলি। এছাড়াও ছিলেন অভিষেক ডালমিয়া, স্নেহাশিস গাঙ্গুলি, সম্বরণ ব্যানার্জি, বিশ্বরূপ দে প্রমুখ। মোহনবাগান, ইস্টবেঙ্গল, এরিয়ান, ভবানীপুর ক্লাবের বারপুজোয় সামিল হন তাঁরা। তবে বাঙালির নতুন বছরের প্রথম দিনে দুই প্রধানে দু'রকম চিত্র। সদস্য, সমর্থকদের ভিড় মোহনবাগানে। তুলনায় অনেকটাই ফাঁকা ইস্টবেঙ্গল। তার কারণ অবশ্যই ট্রফি প্রদর্শনী।
মোহনবাগান লনে ঢুকতেই ডানদিকে রাখা তিনটে ট্রফি। একটু উঁচু জায়গায়, টেবিলের ওপর রাখা। সবার নাগালের বাইরে। যাতে ভিড়ের মধ্যে কোনওভাবেই ট্রফি ক্ষতিগ্রস্থ না হয়। পরপর তিনটি ট্রফি সাজানো। আইএসএল কাপ, লিগ শিল্ড এবং হকিতে চ্যাম্পিয়ন হওয়ার ট্রফি। তার চারিপাশে বিশাল বড় একটি গোলাপের আবরণ। ট্রফি চাক্ষুষ করতে সমর্থকদের ভিড় থিকথিক করছিল। চ্যাম্পিয়ন দলের সদস্য হিসেবে ছিলেন দীপেন্দু বিশ্বাস এবং দীপক টাংরি। ছিলেন দীপকের বাবা-মাও। প্রাক্তনদের মধ্যে ছিলেন সুব্রত ভট্টাচার্য, প্রসূন ব্যানার্জি, মানস ভট্টাচার্য এবং বিদেশ বসু। এছাড়াও ছিলেন ক্লাবের দুই সহ সভাপতি কুণাল ঘোষ ও অরূপ রায়, সচিব দেবাশিস দত্ত সহ কার্যকরী কমিটির বাকি সদস্যরা। বারপুজো করেন দেবাশিস দত্ত এবং দীপেন্দু বিশ্বাস। তারপর হয় পতাকা উত্তোলন। মোহনবাগানের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকেন প্রাক্তন সচিব সৃঞ্জয় বসুও।
আইএসএলে সর্বোচ্চ সাফল্য পেয়ে গিয়েছে মোহনবাগান। দু'বার লিগ শিল্ড জয়, দু'বার আইএসএল কাপ। পরবর্তী লক্ষ্য জানিয়ে দিলেন মোহনবাগান সচিব। দেবাশিস দত্ত বলেন, 'সঞ্জীব গোয়েঙ্কা দায়িত্ব নেওয়ার পর লক্ষ্য ছিল পাঁচ বছরের মধ্যে শিখরে পৌঁছনো। এটা পঞ্চম বছর। আমরা লিগ শিল্ড এবং ট্রফি, দুটোই জিতেছি। এবার আমাদের লক্ষ্য এএফসি কাপ। এশীয় স্তরে ভাল খেলতে চাই। তার জন্য প্ল্যানিং প্রয়োজন। আমি ফুটবল বুঝি, জানি প্রথমেই বিরাট সাফল্য পাওয়া সম্ভব নয়। আগেরবার পরিস্থিতির জন্য আমরা একটা জায়গায় খেলতে যেতে পারিনি। এবার সঠিক পরিকল্পনা করে এগোতে হবে।' মোহনবাগানের সাফল্য নিয়ে উচ্ছ্বসিত সৌরভ গাঙ্গুলিও। তিনি বলেন, 'মোহনবাগান দারুণ টিম। আইএসএলে প্রথম বছর ২০১৪ থেকে ট্রফি জিতছে।' বারপুজো এবং পতাকা উত্তোলনের পর প্রখ্যাত ফুটবলার প্রয়াত করুণাশঙ্কর ভট্টাচার্যের লেখা বই প্রকাশিত হয়। ছিলেন তাঁর কন্যা দীপালি ভট্টাচার্য। শেষে বাংলা লোকগান শিল্পী ঋষি চক্রবর্ত্তীর সঙ্গীত পরিবেশন। পড়শী ক্লাবের তুলনায় কিছুটা ম্যাড়ম্যাড়ে ইস্টবেঙ্গল। বারপুজো করেন নতুন মরশুমের অধিনায়ক নওরেম মহেশ সিং, শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি।
অস্কার ব্রুজো সহ গোটা ফুটবল দলের পাশাপাশি উপস্থিত ছিলেন কয়েকজন প্রাক্তন ফুটবলার। ইস্টবেঙ্গল ক্লাবের বারপুজোয় সামিল হন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। নতুন বছরে ট্রফির শপথ নেন লাল হলুদ কর্তারা। দেবব্রত সরকার বলেন, 'ক্লাবের গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আমরা কয়েকদিন আগেই ইনভেস্টরের সঙ্গে বৈঠক করেছি। স্পষ্ট বলা হয়েছে, আমাদের চ্যাম্পিয়ন হতে হবে। আমাদের সভ্য সমর্থকদের এটাই সেরা শব্দ এবছর। পয়সা খরচ হচ্ছে, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারছি না। প্রয়োজনে বেশি খরচ করব, কিন্তু চ্যাম্পিয়ন হতে হবে।' নতুন বছরে সমর্থকদের মনে নতুন করে আশা জাগানো হল। ইস্ট-মোহন ছাড়াও তারকার সমাহারে রমরমিয়ে বারপুজো হয় ভবানীপুর ক্লাবেও।
নানান খবর
নানান খবর

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

নায়ার শুধুই বলির পাঁঠা, ভারতীয় দলে অন্তর্দ্বন্দ্বের গন্ধ

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, চন্দননগরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির সৌরভ

লিভারপুলই শেষ কথা, সাত বছর পূর্ণ হওয়ার দিনেই চুক্তি বাড়ালেন ভ্যান ডাইক, কতদিন থাকছেন ক্লাবে?

রোনাল্ডো, বেঞ্জিমা নয়, প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের রক্ষাকর্তা হতে পারতেন একজনই, জানেন তাঁর নাম?

রিয়াল পর্বের অবসান? আর্সেনালের কাছে হারের অ্যান্সেলত্তির ভবিষ্যৎ কী? জবাব দিলেন কার্লো নিজেই

এবারের আইপিএলে প্রথম সুপার ওভার, রক্তের গতি বাড়িয়ে দেওয়া ম্যাচে রাজস্থানকে হারাল দিল্লি

টেস্টে রোহিতের ভবিষ্যৎ কী? আইপিএলের মধ্যেই তাঁকে নিয়ে জল্পনা দূর করলেন হিটম্যান

রহস্য মৃত্যু ফুটবলারের, এগারো তলা থেকে পড়ে প্রাণ হারালেন গ্যাবন জাতীয় দলের স্ট্রাইকার

কেকেআর-পাঞ্জাব ম্যাচে অদ্ভুত ঘটনা, ভেঙ্কটেশ আইয়ার নিলেন এক রান, স্কোরবোর্ডে যোগ হল পাঁচ রান, কিন্তু কেন?

একই দলের হয়ে এবার খেলবেন মেসি ও রোনাল্ডো, কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে দুই মহাতারকাকে?